গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রে র‍্যালি করবে মুক্তিযোদ্ধারা

একাত্তরের ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে যুক্তরাষ্ট্রে র‍্যালি করবে প্রবাসী মুক্তিযোদ্ধারা।

আসছে শুক্রবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামন এ কর্মসূচির ঘোষণা দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখা ।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি জানান, আন্তর্জাতিক গণহত্যা ও প্রতিরোধ দিবসে ভিকটিমদের স্মরণ কর্মসূচির আওতায় এ র‍্যালি অনুষ্ঠিত হবে ফার্স্ট অ্যাভিনিউর ওপর এবং ৪২ ও ৪৩ স্ট্রিটের মধ্যে অবস্থিত সড়কদ্বীপে।

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে চলমান আন্দোলনে ‘চাপ সৃষ্টির অভিপ্রায়ে’ এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রবাসীরাও এতে অংশ নেবেন বলে আশা করছেন তারা।

এ উপলক্ষে জেনোসাইড-৭১ ফাউন্ডেশনের সভাপতি প্রদীপ রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী ওইদিনই এক সংবাদ সম্মেলনে তাদের কর্মসূচির বিস্তারিত জানানোর ঘোষণা দিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- একাত্তরে পাক হায়েনাদের গণহত্যার ভিকটিমদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, জেনোসাইডের ওপর তথ্যচিত্র প্রদর্শন, একাত্তরের জেনোসাইডের স্বীকৃতি আদায় বিষয়ে আলোচনা এবং ভিকটিমদের স্মরণে কবিতা আবৃত্তি ইত্যাদি।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!