কুয়েতে বুধবার থেকে পুনরায় খুলছে মসজিদ

করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পরে কুয়েতের মসজিদগুলো আবার খুলে দেওয়া হচ্ছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, আগামী বুধবার (১০ জুন) কিছু কিছু অঞ্চলে মসজিদ খুলে দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রী ডা. ফাহাদ আল-আফাসী জানান, মডেল আবাসিক এলাকা এবং খুব কম জনবহুল অঞ্চলগুলির মসজিদ বুধবার যোহর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্য মুসুল্লীদের জন্য খুলে দেওয়া হবে।

Travelion – Mobile

তিনি আরও জানান, শুক্রবার জুমার খুতবা ও নামাজ কেবল কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে এবং সরকারী কুয়েত টিভিতে প্রচার করা হবে।

মন্ত্রী বলেন, কেবলমাত্র মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও কর্মীরা গ্র্যান্ড মসজিদে জুমার নামাজে অংশ নিতে পারবেন।

আল-আফাসি উল্লেখ করেছেন যে, মন্ত্রণালয় মসজিদ পুনরায় চালু করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ভাইরাসের বিস্তার রোধে রাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বারা বর্ণিত সমস্ত প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপগুলি অনুসরণ করা হবে।

করোনাভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধে গত ১৩ মার্চ কুয়েতের সকল মসজিদে জামায়াতবদ্ধ হয়ে নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ পড়া স্থগিত করে দেশটির সরকার। তখন থেকে মসজিদে শুধু আযান প্রচার হয়ে আসছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!