কুয়েতে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্টে ‘বাংলার আলো’ চ্যাম্পিয়ন

কুয়েতে প্রবাসী বাংলাদেশ নিয়ে চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে ‘বাংলার আলো স্পোর্টিং ক্লাব’ শিরোপা জিতেছে।

শুক্রবার (১১ নভেম্বর) দেশটির ফাহাহিল এলাকার ফুটবল মাঠে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুনামেন্টের ফাইনালে বাংলার আলো স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে পরাজিত করে যমুনা স্পোর্টিং ক্লাবকে।

টুর্নামেন্টের সেরা খেলােয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ফজলে রাব্বি।

Travelion – Mobile

কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ।

চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা
চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েত-এর সভাপতি হযরত আলী মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ধূতাবাসের ডিফেন্স এর্টাসে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামান, প্রথম সচিব নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলার আলোর টিমের সভাপতি মোহাম্মাদ সেলিম হাওলাদার ।

কুয়েত প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

রাষ্ট্রদূত মোহাম্মাদ আশিকুজ্জামান বলেন, ‘ব্যস্ততা ও পরিশ্রমী জীবনের মাঝে প্রবাসীদের বিনোদনের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ধরণের আয়োজন। এ ছাড়া বাংলাদেশকে তুলে ধরারও সুযোগ হয়।’

ছুটির দিন হওয়ায় খেলা উপভোগ করতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশি ছুটে আসেন। এছাড়া কুয়েতের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সংগঠনের নেতারা ফাইনাল খেলা উপভোগ করেন।

টুর্ণামেন্টে ১৬টি প্রবাসী বাংলাদেশি ক্লাব অংশ নেয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!