কুয়েতে স্বেচ্ছায় রক্ত দিলেন প্রবাসী বাংলাদেশিরা

কুয়েতে জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

কুয়েতে জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) এর সহায়তায় বাংলাদেশ দূতাবাস এ উদ্যোগ নেয়।

শনিবার (২৬ আগস্ট) জাবরিয়া ব্লাড ব্যাংকে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ কমিউনিটির দুই শতাধিক প্রবাসী স্বেচ্ছায় রক্ত দেন।

Travelion – Mobile

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এবং ইউএন-হ্যাবিট্যাটের হেড অফ মিশন আমিরা এইচ. আল হাসান কর্মসূচির উদ্বোধন করেন।

সেচ্ছায় রক্ত দান করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা
সেচ্ছায় রক্ত দান করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

ইন্দোনেশিয়া, তুরস্ক, আফগানিস্তানের রাষ্ট্রদূত এবং শ্রীলঙ্কা দূতাবাসের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন,’এ উদ্যোগের লক্ষ্য মানবতার সেবায় সহযোগিতা ও সহানুভূতির মনোভাব গড়ে তোলা।’

ইউএন-হ্যাবিট্যাটের হেড অফ মিশন আমিরা এইচ. আল হাসান বলেন, এই রক্তদান কর্মসূচি আমাদের স্বাস্থ্যকর শহর গড়ে তোলার চলমান প্রচেষ্টার একটি অংশ। এটি সংহতি, সহানুভূতি এবং যত্নের মূল্যবোধকে আলিঙ্গন করার একটি শক্তিশালী বিবৃতির প্রতীক।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!