কুয়েতে রাষ্ট্রদূতের সঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

কুয়েতে প্রবাসীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন অনুমোদিত কমিটির নেতারা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন।

বুধবার (১ নভেম্বর) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী নতুন কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান। পরে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত অনুমোদিত নতুন কমিটির পরিচিতি কপি রাষ্ট্রদূতকে প্রদান করা হয়।

এসময় রাষ্ট্রদূত জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Travelion – Mobile

উপমহাদেশের অন্যতম সমাজকল্যাণ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, জালালাবাদ সিলেটের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের বিভিন্ন কল্যাণমুখী কাজের মাধ্যমে দেশবিদেশের মানুষ উপকৃত হচ্ছেন।

কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, আলিম উদ্দিন, আবু সাইদ কুতুব উদ্দিন, সহ সভাপতি সুরুক মিয়া, লেছু মিয়া, ফয়সল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ আরও অনেকে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!