কাতারে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত, করোনা-আক্রান্ত ১৮ জন

সোমবার কাতারে সবশেষ আরও তিনজন নতুন রোগী ধরা পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য কর্মকর্তার নিশ্চিত করেছেন যে, করোনভাইরাস আক্রান্তদের মধ্যে মৃত্যুর খবর নেই।

করোনাভাইরাস প্রাদূর্ভাব রোধে কাতারের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে। নার্সারিগুলি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি যোগাযোগ অফিস এক বিবৃতিতে সোমবার ঘোষণা দিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত আগামীকাল মঙ্গলবার (১০ই মার্চ) থেকে স্কুল-বিশ্ববিদ্যালয়সহ সরকারী ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত থাকবে।

Travelion – Mobile

করোনাভাইরাস (COVID-19) রোধ এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাতার সরকারের নেওয়া প্রচেষ্টা অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।।

অন্যদিকে, প্রশাসনিক উন্নয়ন শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় শিশু ও কর্মীদের সুরক্ষার স্বার্থে মঙ্গলবার ১০ মার্চ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত নার্সারিগুলি বন্ধ ঘোষণা করেছে।

রাজধানী দোহায় সংবাদ সম্মলনে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, রবিবার পাওয়া তিন রোগীর সংস্পর্শে ছিল ছিরেন নতুন শনাক্তরা। এরা সবাই কেন্দ্রীয় বাজার এবং একটি হাইপার মার্কেটের সাথে সংযুক্ত ছিলেন।

রবিবার তিন জন শনাক্ত ওয়ার পরে তাদের যোগাযোগে থাকা কয়েকশ লোককে স্ক্রিন করে এবং আজ নতুন তিনজন খুঁজে পেয়েছে জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

কর্মকর্তারা জানান, “আমরা পাইকারি বাজার বন্ধ করে জীবাণুমুক্ত করেছি এবং রোগীদের সাথে যোগাযোগ করা প্রত্যেককে পরীক্ষা করেছি।”

সবাইকে রোগ নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয় এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়।

“কাতারে একজন করোনভাইরাস (কোভিড -১৯) আক্রান্ত রোগীর মৃত্যুর গুজবের সত্যতা নেই,” সম্মেলন চলাকালীন এক কর্মকর্তা বলেছিলেন।

যাঁরা রোগীদের সংস্পর্শে এসেছিলেন তাদেরও সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং নিশ্চিত যে তারা সুস্থ আছেন এবং তাদের মধ্যে কেউ সংক্রমণ সংক্রামিত হয়নি।

জনস্বাস্থ্য মন্ত্রণালয় সকল নাগরিক এবং প্রবাসীদেরকে জনসাধারণের জায়গায় জমায়েত এড়াতে, এই সময়ে প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়াতে এবং

এ ছাড়া ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিতে মন্ত্রনালয়ের সুপারিশ অনুসারে সংক্রমণ প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োগ করার জন্য সবাই অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় করোনাভাইরাস সম্পর্কিত সমস্ত প্রশ্ন এবং অনুসন্ধানের উত্তর দেওয়ার জন্য একটি নিবেদিত, রাউন্ড-দ্য-ক্লক কল সেন্টারও প্রতিষ্ঠা করেছে। কোভিড -১৯-হটলাইন নম্বরটি ১৬০০০ এবং এটি টোল-মুক্ত।

এ দিকে গতকাল রবিবার কাতার সরকার বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এ সব দেশের প্রবাসী এবং পর্যটক আপাতত কাতারে প্রবেশ করতে পারবেন না ।

কাতারের সরকারী যোগাযোগ অফিস (জিসিও) বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড।

প্রবেশের নিষেধাজ্ঞা জারি করার পরিপ্রেক্ষিতে দোহা রুটে চলাচলকারী দেশীয় বিমান সংস্থাগুলোর নিয়মিত ফ্লাইট স্থগিত করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সের আজকের ফ্লাইট এবং রিজেন্ট এয়ারওয়েজের আগামীকালের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

আগের খবর
কাতার রুটে ফ্লাইট বাতিল বাংলাদেশি বিমানসংস্থাগুলোর
কাতারে বাংলাদেশিসহ ১৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!