করোনার জেরে আবুধাবিতে ‘গ্লোবাল অ্যারোস্পেস সামিট’ স্থগিত

চলতি মাসে সংযুক্ত আর আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল অ্যারোস্পেস সামিট করোনাভাইরাসের কারণে জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সামিটে সাবের প্রেসিডেন্ট মাইকেল ইয়োহানসন এবং ভার্জিন গ্যালাকটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ হোয়াইটসাইড ছাড়াও ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা তেওল্ড জেব্রিমারিয়াম, ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী টনি ডগলাস এবং থ্যালস ইন্টারন্যাশনালের পাস্কেল স্যুরিসও অংশ নেওয়ার কথা ছিল।

এখন ১৭ থেকে ১৯ মার্চের পরিবর্তে ৮ থেকে ১০ জুন অ্যারোস্পেস সামিট অনুষ্ঠিত হবে।

Travelion – Mobile

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা এবং সম্মেলনের আয়োজক অংশীদার আবু ধাবি রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা মুবাডালা এবং রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ইডিজি-র দিকনির্দেশনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, “সামিটের অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক প্রোফাইল এবং বর্তমান ভ্রমণ বিধিনিষেধের কারণে, অংশীদাররা মনে করেন স্থগিতাদেশ জরুরি।

বিশ্বের নানা দেশের প্রায় এক হাজার শিল্প কর্মকর্তা এই সামিটে অংশ নেবেন বলে আশা করা হয়েছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!