করোনায় আক্রান্ত বিমান বাংলাদেশের কেবিন ক্রু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র পার্সার পদ মর্যাদারএকজন কেবিন ক্রু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানী ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ তিনি ঢাকা লন্ডন ঢাকা রুটের ফ্লাইটে দায়িত্ব পালন করেছেন। লন্ডন থেকে ফেরার পর পরই তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। গত সপ্তাহে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে আজ রবিবার রিপোর্ট দেয়। রিপোর্টে করোনাপজেটিভ ধরা পড়ে। তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খারাপ।

একই সঙ্গে তার পরিবারের সব সদস্য ও ওই ফ্লাইটের সব ক্রুদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

Travelion – Mobile

এদিকে ফ্লাইট শেষে কেবিন ক্রুদের কোয়ারেন্টিনে না পাঠানোয় আরো অনেকে করোনা আক্রান্ত হওয়ার আশংকা করছেন।

বিমান বাংলাদেশ কেবিন ক্রু অ্যসোসিয়েশনের একজন কর্মকর্তা করোনা আক্রান্ত এই কেবিন ক্রুর রোগ নিরাময়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে বিমানের কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক দূরত্ব রক্ষা করে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকাে : চিরকুট

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকােজয় আসবে আমাদের, বিশ্বাস বুকে রেখোইউএনডিপির প্রযোজনায় চিরকুটের করোনা সচেতনতা সংগীত

Posted by AkashJatra on Monday, April 6, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!