কমোরোসে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কোমোরোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন রাষ্ট্র। ১ হাজার ৮৬২ বর্গ কিলোমিটার (৭১৯ বর্গ মাইল) আয়তনের দেশটি মোজাম্বিক চ্যানেলের উত্তর প্রান্তে মোজাম্বিক থেকে ২৯০ কিলোমিটার দূরে এবং মাদাগাস্কার থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় সাড়ে ৮ লাখ জনগোষ্ঠি অধ্যুষিত কোমোরোস দ্বীপপুঞ্জের দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম।

বাংলাদেশ সরকার দেশটিতে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদকে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসোমনির কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ।

Travelion – Mobile

পরিচয়পত্র পেশের পর তাঁরা বাংলাদেশ ও কমোরোসের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে তাঁরা একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট আজালি আসোমনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে নারী হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করায় প্রশংসা করে বলেন, তাঁর দেশও নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

রেজিনা আহমেদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ সমর্থন যেন অব্যাহত থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিচয়পত্র প্রদান শেষে রেজিনা আহমেদ কমোরোসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী সায়েফ মোহাম্মদ ইলামিন, অর্থনীতি, বিনিয়োগ ও কর্মশক্তিবিষয়ক মন্ত্রী হুমেদ এম সাইদী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী আহমেদ বিন সাইদ এবং কৃষি, মৎস্য ও পরিবেশবিষয়ক মন্ত্রী মুসতাদুনি আবদুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তাঁরা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বিদ্যমান ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সংহতি আরও বৃদ্ধির অঙ্গীকার করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!