ওমান থেকে দেশে ফিরলেন কারামুক্ত আরও ২৮৯ প্রবাসী

ওমানে বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় দেশটির কারাগার আছেন বেশ কিছু বাংলাদেশি শ্রমিক। কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া ২৮৯ জন প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো ব্যবস্থা করে। এ নিয়ে দেশটি থেকে সপ্তাহের ব্যবধানে দুই দফায় ৫৭৮ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টায় ২৮৯ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

দেশে ফেরা ২৮৯ জন আকামা ছাড়া অবৈধভাবে বসবাসসহ শ্রম আইন লংঘনের দায়ে দেশটির শ্রম আদালতের হাতে আটক হয়েছিল। এদের ওমানের বিভিন্ন পুলিশ স্টেশন ও সামাইল জেল থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Travelion – Mobile

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘তাঁদের সবার কভিড-১৯ নেই মর্মে সনদ থাকায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারোর মধ্যে কোনো লক্ষণ পায়নি। তাই বাড়ি গিয়ে তাদের কিভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সে বিষয়ে কাউন্সেলিং করে দিয়েছি।’

এদিকে ওমানে মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, মাস্কাটসহ ওমানের বিভিন্ন এলাকা থেকে অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে ফ্রি ভিসার (ফ্রিল্যান্স কাজ), স্পন্সরদের থেকে পালিয়ে কাজ করার অপরাধ এবং যথাযথ বৈধ কাগজপত্র না দেখাতে পারায় অসংখ্য প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

ওমানের সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো কারাগারে থাকা প্রবাসী কয়েদীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ওমান সরকার। দেশটির সুলতানের বিশেষ ক্ষমার আওতায় গত মাসের শুরু থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসীদের পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গতঃ করোনা পরিস্থিতিতে ওমান সরকার বিশেষ ক্ষমা দিয়ে কেবল তাদের কারাগার ও থানায় থাকা সাজাপ্রাপ্ত কয়েদী ও অবৈধভাবে বসবাসের দায়ে আটক প্রবাসীদেরকে দেশ ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে। তবে এখনও পর্যন্ত বাইরে থাকা অবৈধ অভিবাসীদের জন্য কোন সাধারণ ক্ষমা বা আউটপাস প্রদানের কোন ঘোষণা দেয়নি বলে বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে ওমানে বাংলাদেশ দূতাবাস।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!