ওমানে শুক্রবার তুলে নেওয়া হচ্ছে মাস্কাট লকডাউন

ওমানের রাজধানী মাসকাট প্রদেশের চলমান লকডাউন আগামী শুক্রবার (২৯ মে) তুলে নেওয়া হচ্ছে।

দেশটির কোভিট -১৯ সংকট মোকাবেলায় গঠিত সুপ্রিম কমিটি বুধবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধে গত ১০ এপ্রিল মাস্কাট প্রদেশে লকডাউন বলবৎ করা হয়।

কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, ৩১ মে থেকে ৫০ শতাংশ সরকারী কর্মচারীকে তাদের কর্মস্থলে ফিরে যেতে দেওয়া হবে।

Travelion – Mobile

এদিকে রয়্যাল ওমান পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মাতরায় লকডাউন অব্যাহত থাকবে। টাইমস অফ ওমানের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে মেজর মোহাম্মদ আল হাসামি বলেছেন, “আজ মাস্কট গভর্নর খোলার বিষয়ে জারি করা নতুন সিদ্ধান্তে মাতরাহসহ স্বাস্থ্য বিচ্ছিন্নতা বা আইসোলেশনে থাকা এলাকাগুলো অন্তর্ভুক্ত নয়।”

ওমানের স্বাস্থ্য মন্ত্রনালয় বুধবার করোনাভাইরাস (কভিড -১৯) নতুন শনাক্ত ২৫৫ জনের কথা ঘোষণা করেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা সংখ্যা ৮ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ২ হাজার ১৭৭ জন সুস্থ হয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!