ওমানে শরীরে উচ্চ তাপমাত্রা থাকলে শপিং মলে প্রবেশ নিষেধ

ওমানে মল এবং শপিং সেন্টারগুলোতে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে । যাদের শরীরের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রির বেশি, তাদের মল ও শপিং সেন্টারের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আর যেসব বিক্রয় কর্মী সর্দি, কাশিতে আক্রান্ত হবেন তাদের আলাদা করে ফেলাতে হবে এবং তারা আর বিপণীকেন্দ্রে যেতে পারবেন না।

সোমবার (১১ এপ্রিল) একটি বিজ্ঞপ্তিতে মাস্কাট মিউনিসিপ্যালিটি এসব নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, মল এবং শপিং সেন্টারগুলোকে পরিচ্ছন্ন রাখতে হবে। কেনাকাটার কাজে যেসব কার্ট এবং ট্রলি ব্যবহার হবে সেগুলো জীবাণুমুক্ত করতে হবে নিয়মিত।

Travelion – Mobile

পাশাপাশি মার্কেটের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করে ক্রেতাদের মধ্যে নূন্যতম দুই মিটার শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিক্রয় কর্মী ও কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করতে হবে।

এছাড়াও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে গ্রাহকদের ফেস মাস্ক সরবরাহ করতে এবং শিশুদের দোকানে প্রবেশ করতে না দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ।

শপিং সেন্টারের প্রবেশ ও প্রস্থানের সময় হাত স্যানিটাইজার সুবিধাও রাখতে হবে।

এই সিদ্ধান্তে যেসব প্রতিষ্ঠান মানবে না তাদেরে ৫০০ ওমানি রিয়েল জরিমানা করে তাদের কার্যক্রম তিন দিন বন্ধ রাখা হবে।

দ্বিতীয়বার কেউ নিয়মকানুন লঙ্ঘন করলে জরিমানা আরও বেড়ে ২০০০ ওমানি রিয়েল হবে আর তাদের কার্যক্রম ১০ দিন পর্যন্ত বন্ধ করে দেয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!