ওমানে শপিংমলসহ আরও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি

ওমানে কভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধে দায়িত্বে থাকা সুপ্রিম কমিটি শপিংমলসহ আরও বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান আবার খোলার নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ জুন) থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে নতুন তালিকার বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলো।

Travelion – Mobile

বিস্তারিত তালিকা জানতে পড়ুন :

কমিটির সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ আজই প্রয়োজনীয় স্বাস্থ্যে সুরক্ষা প্রয়োজনীয়তাসহ নতুন তালিকায় অর্ন্তভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করবে।

সুপ্রিম কমিটি কর্তৃপক্ষের জারি করা সকল সতর্কতামূলক পদক্ষেপের সকলকে মেনে চলার এবং প্রত্যেককে নিজের, তার পরিবার ও সমাজকে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করার জন্য দায়বদ্ধ হওয়ার জন্য জোর দেন।

আগের খবর : জুলাইয়ের শুরুতে বাংলাদেশে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে ওমানের সালামএয়ার
আগের খবর : ওমানে করোনা নির্দেশনা লঙ্ঘনে বেসরকারি কোম্পানির জরিমানাগুলো

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!