ওমানে প্রবেশ করতে পারবে নতুন এবং ফ্যামিলি ভিসার প্রবাসীরা

নতুন কাজের ভিসা এবং ফ্যামিলি ভিসার প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন।

রয়েল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছে যে,নতুন কাজের ভিসা এবং ফ্যামিলি ভিসার ব্যক্তিরা যাদের পাসপোর্টে এখনও স্ট্যাম্প দেওয়া হয়নি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আরোপিত প্রয়োজনীয়তা মেনে চলার প্রয়োজনে ওমানে প্রবেশ করতে পারবেন।

৫ এপ্রিল ঘোষিত এবং ৮ এপ্রিল কার্যকর হতে সুপ্রিম কমিটির প্রবেশ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের আগে যারা ভিসা পেয়েছে তাদের প্রত্যেকের জন্য এই বিধিটি প্রযোজ্য হবে । তাদের ওমানে ঢুকতে কোন নিষেধাজ্ঞা নেই।

Travelion – Mobile

তবে সুপ্রিম কমিটি দ্বারা তালিকাভুক্ত ১০টি দেশের নাগরিককে ওমান প্রবেশের অনুমতি নেই। এর মধ্যে সুদান, লেবানন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, গিনি, সিয়েরা লিওন এবং ইথিওপিয়া রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!