ওমানে প্রবাসীদের ভিসা-আকামা নবায়নে টিকাকরণ বাধ্যতামূলক

ওমানে প্রবাসীদের ভিসা-আকামা নবায়নে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসীদের অবশ্যই কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সুপ্রিম কমিটির ২৬তম সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ মহাপরিচালক ড. সাইফ আল আবড়ি বলেন, ভিসা-আকামা নবায়নের জন্য প্রবাসীদের কমপক্ষে এক ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনগুলি অবশ্যই সালতানাতে অনুমোদিত হতে হবে”।

Travelion – Mobile

তিনি আরও বলেন, “১ লা অক্টোবর থেকে নাগরিক এবং প্রবাসীদের জন্য দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক হবে, শারীরিক দূরত্ব এবং মুখোশ পরার সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রাখা হবে।”

সুপ্রিম কমিটির সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ আল সাইদি গণমাধ্যমকে জানান, ওমানে ৮টি অনুমোদিত ভ্যাকসিন বা টিকা রয়েছে।

ওমানে অনুমোদিত ভ্যাকসিনের তালিকা :
ফাইজার-বায়োএনটেক
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
অ্যাস্ট্রাজেনেকা – কোভিশিল্ড
জনসন ও জনসন
সিনোভাক
মডার্না
স্পুটনিক ভি.
সিনোফার্ম

আরও পড়তে পারেন : ১ সেপ্টেম্বর থেকে মাস্কাট রুটে ইউএস-বাংলার প্রতিদিন ফ্লাইট

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!