ওমানে প্রবাসীদের আকামা নবায়নে বিলম্বের জরিমানা মওকুফ

ওমানে প্রবাসীদের জন্য রেসিডেন্ট পারমিট বা আকামা কার্ড নবায়নে বিলম্বের জন্য জরিমানা মওকুফ করা হয়েছে।

আগামীকাল বুধবার ৬ এপ্রিল থেকে আকামা কার্ডের বিলম্বিত নবায়ন সংক্রান্ত জরিমানা প্রদান থেকে প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হবে। চলতি বছরের ১ সেপ্টেম্বরের আগ পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে বলেছে: “মহামান্য সুলতানের রাজকীয় নির্দেশের বাস্তবায়নে, আগামীকাল বুধবার ৬ এপ্রিল থেকে প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের রেসিডেন্ট পারমিট বা আকামা কার্ডের বিলম্বিত নবায়ন সংক্রান্ত জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে । তবে শর্ত থাকে যে, বর্তমান পরিস্থিতি চলতি বছরের ১ সেপ্টেম্বরের আগে সংশোধন করা হয়।”

Travelion – Mobile

আগের খবর : ওমানে প্রায় ৩ লাখ প্রবাসী কর্মী চাকরি হারিয়েছেন

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!