ওমানে ঘূর্ণিঝড় দূগর্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ সোশ্যাল ক্লাব

গত রবিবার (৩ অক্টোবর) আরব সাগরে ঘূর্ণিঝড় শাহীনের তান্ডবে সৃষ্ট মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিভিন্নঅঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশটির আল বাতেনায় আল সুইক, আল কাদরা, আল বিঁধিয়া, আল কাবুরা এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।

বিদ্যুৎ, নিরাপদ খাবার পানিসহ নানা সংকটে ভোগছে এলাকাগুলোর মানুষ। এর মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসীও রয়েছেন। প্রবাসী ব্যবসায়ীদের শত শত দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে বাংলাদেশি পরিবারসহ সংকটে পড়েছে।

এই সংকট মোকাবেলায় রয়েল ওমান পুলিশ (আরওপি) সহ বিভিন্ন সরকারী সংস্থা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি কাজ করছে বেসরকারী বিভিন্ন সংস্থা এবং কমিউনিটি সংগঠনগুলো।

ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্থ দূগর্ত প্রবাসীদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ত্রাণ বিতরণ
ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্থ দূগর্ত প্রবাসীদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ত্রাণ বিতরণ

শুক্রবার (৮ অক্টোবর) সরকার নিবন্ধিত বাংলাদেশি কমিউনিটির শীর্ষ সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষে এইসব এলাকায় দূগর্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় । দিন ব্যাপী মানবিক সহায়তাকর্মসূচিতে সোশ্যাল ক্লাবের নেতা এবং স্বেচ্ছোসেবক দল অংশ নেয়।

Travelion – Mobile

রাজধানী মাস্কাট থেকে ২০ টি গাড়িকরে নিয়ে রওনা হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থানে মানুষের পাশে দাড়ায় এই ক্লাবের ত্রাণ দল।

ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্থ দূগর্ত প্রবাসীদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ত্রাণ বিতরণ
ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্থ দূগর্ত প্রবাসীদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ত্রাণ বিতরণ

সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সহ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম, এন আমিন, যুগ্ন সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে কার্যকরী সদস্যদের সমন্বয়ে গঠিত ত্রাণ দল সুইক, বিধিয়া, কাবুরা এলাকায় বিপুল পরিমাণ খাদ্যসহ জরুরী সামগ্রী বিতরণ করে।

সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম বলেন, এভাবে দেশে এবং প্রবাসে সবখানে যেকোনো সংকট মোকাবেলাই কাজ করবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। একদিন সকল সংকট কেটে গিয়ে নতুন ভোরের সুর্যের উদয় হবে এমনটা প্রত্যাশা সকলের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!