ওমানে একাধিক ব্যক্তিবহনকারী গাড়ি থামানোর কোন নির্দেশনা নেই

আরওপি'র বিজ্ঞপ্তি জারি

ওমানে একসঙ্গে একাধিক ব্যক্তিকে নিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে তারা একই পরিবারের সদস্য কিনা তা প্রমাণে সিভিল / আইডি কার্ড দেখাতে চাওয়া হচ্ছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এমন গুজব কঠোরভাবে অস্বীকার করেছে দেশটির রয়েল ওমান পুলিশ (আরওপি) ।

মেজর মোহাম্মদ আল হাশমির টুইটারে দেয়া এই তথ্যের অপ্রতুলতার দিকে দৃষ্টি আকর্ষণ করে আরওপি বিবৃতিতে বলেছে” একাধিক ব্যক্তি বহনকারী যানবাহন থামিয়ে তারা একই পরিবার থেকে এসেছেন তা প্রমাণ করার জন্য তাদের আইডি কার্ড দেখানোর কোনও নির্দশনা জারি করা হয়নি ”।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “রয়েল ওমান পুলিশ ভুয়া খবর প্রচারের বিরুদ্ধে সতর্ক করছে এবং প্রকাশের আগে সবাইকে সত্যতা নিশ্চিত করতে অনুরোধ জানাচ্ছে”।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!