উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার থেকে মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার জার্মান পুলিশ জানিয়েছে, তেহরান থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে উড়ে আসা একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার বে-তে একটি মৃতদেহ পাওয়া গেছে।

জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে যে জার্মান কোম্পানি লুফথানসার অন্তর্গত এয়ারবাস বিমানটি বৃহস্পতিবার সকালে তেহরান থেকে যাত্রা করেছিল।

পুলিশ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ করার সময় গ্রাউন্ড ক্রুরা মৃতদেহটি খুঁজে পায়। জার্মান স্থানীয় সম্প্রচারকারী হেসেনশাউ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের আগে চার ঘণ্টা ধরে কাজ চলছিল।

Travelion – Mobile

আকাশযাত্রার সব খবর জানতে, এখানে ক্লিক করে ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

পুলিশ মৃতদেহের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি এবং ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি।

জার্মান প্রেস এজেন্সি ডিপিএ জানিয়েছে যে শুক্রবার সকালের জন্য পরিকল্পনা করা সংশ্লিষ্ট ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

জার্মানির একটি বৃহৎ ইরানি জনসংখ্যা রয়েছে, যাদের হাজার হাজার ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করে শনিবার বার্লিনের রাস্তায় নেমেছিল।

পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকও তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইরানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!