ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

কূটনীতিক মো. নজরুল ইসলামকে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছে, কূটনীতিক মো. নজরুল ইসলাম ১৫তম বিসিএস ক্যাডারের পররাষ্ট্র বিভাগে যোগ দেওয়ার মধ্য নিয়ে কূটনীতিক পেশা শুরু করেন। তিনি বাংলাদেশের পক্ষে রোম, কলকাতা এবং জেনেভার মিশনে একাধিক দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বহুপক্ষিয় একাধিক ফোরামে তিনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নেতৃত্ব দিয়েছেন।

কূটনীতিক মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ফ্রান্স, নেদারল্যান্ড থেকে উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়েছেন।

Travelion – Mobile

কূটনীতিক মো. নজরুল ইসলামের জীবনসঙ্গী কূটনীতিক নাহিদা সোবহান জর্ডানে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!