ওমানে বৃহত্তম মুদ্রার ধন উদ্ধার

ওমানে বৃহত্তম মুদ্রার ধন পুনরুদ্ধার করা হয়েছে, যা সেপ্টেম্বর ১৯৭৯ সালে একটি পাত্রের ভিতরে পাওয়া গিয়েছিল।

ওমান নিউজ এজেন্সি শনিবার জানিয়েছে, উত্তর শারকিয়াহ প্রদেশের সিনাও আল-মুধাইবিতে এই ধন পাওয়া গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে,“সিনাও প্রত্নতাত্ত্বিক ধন আজ অবধি ওমানে বৃহত্তম মুদ্রার ধন। এটি ১৯৭৯ সালে সেপ্টেম্বরে উত্তর সিনাও জেলায় একটি মৃৎশিল্পের পাত্রের ভিতরে পাওয়া গিয়েছিল।

Travelion – Mobile

“নীল ফিরোজা রঙের পাত্রটির দুইদিকে হাতল রয়েছে। পাত্রের ভিতর থেকে সাসানিয়ান ও ইসলামিক যুগের সূচনাকালীন ৯৬২ টি রৌপ্য দিরহাম পাওয়া গেছে, “রিপোর্টে আরও বলা হয়েছে।

আগের খবর :
ওমানে করোনাকালে মেয়াদোত্তীর্ণ আকামার প্রবাসীরাই শুধু পাবেন জরিমানা ছাড়

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!