ইতালির বারি শহরে মিলবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা

প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতালির বারি শহরে কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস।

আগামী শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দূতাবাসের একটি কনস্যুলার টিম এ সেবা প্রদান করবে।

রাজধানী রোমের বাংলাদেশ দুতাবাস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Via Giuseppa Volpe, 4 70121 Bari, এই ঠিকানায় ঔ দুইদিন প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া হবে।

Travelion – Mobile

বিজ্ঞপ্তিতে, বারি শহর ও এর আশেপাশের এলাকায় বসবাসরত কনস্যুলার সেবা নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্বশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আগ্রহী প্রবাসীরা ০৬ ৮০৮৩৫৯৫ ও ০৬ ৮০৭৮৫৪১ নম্বরে ফোনে যোগােযােগ করে কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য জানতে পারবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!