ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্টে শুরু

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশির নিয়ে ‘এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ শুরু হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি আয়োজিত টুর্নামেন্টে তরুণ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া ১৬ টি দল অংশ নিয়েছে।

ইতালি প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

রোববার (৬ নভেম্বর) রোমের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স ট্রে ফন্টেনের মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইতালি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।

'এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।
‘এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।

জাতীয় ক্রিয়া সংস্থার সভাপতি হাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিয়া সংস্থার উপদেষ্টা আনিমুর রহমান সালাম, সিনিয়র সহ সভাপতি আবু তাহের,পরিচালক সাজ্জাদুল কবির,প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনি।
'এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান
‘এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম কল্যাণ) আশিফ আনাম সিদ্দিকী, রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাএবং ইতালির কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্রীড়া সংস্থাকে তাদের উদ্যোগের জন্য স্বাগত জানান এবং এমন আয়োজনের সহযােগী হওয়ার জন্য দূতাবাসের সন্তুষ্টি প্রকাশ করেন ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ভেনিস স্পোটিং ক্লাব (উপরে) এবং বাহাদুরপুর ক্লাব (নিচে)
উদ্বোধনী খেলায় অংশ নেয় ভেনিস স্পোটিং ক্লাব (উপরে) এবং বাহাদুরপুর ক্লাব (নিচে)

তিনি ভবিষ্যতে এমন ভাল উদ্যোগে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উদ্বোধনী খেলায় ভেনিস স্পোটিং ক্লাব ৫-০ গোলে পরাজিত করে বাহাদুরপুর ক্লাবকে।

ইতালি প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!