ইতালিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে নিষেধাজ্ঞা কেন

ইতালিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিসিলি দ্বীপে দুজন পুরুষ রোগী মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। তালি হচ্ছে ইউরোপের অষ্টম দেশ, যারা এই ভ্যাকসিন নিষিদ্ধ করল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইতালির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এআইএফএ এ নিষেধাজ্ঞা জারি করে। ইতালি বলছে, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে সাময়িকভাবে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করা হয়েছে।

ইতালির নৌবাহিনী ৪৩ বছর বয়সী একজন অফিসার এবং ৫০ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা এ টিকা নেওয়ার পর মারা গেছেন।

Travelion – Mobile

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পর এর আগেও ইউরোপের বিভিন্ন দেশে লোকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং লুক্সেমবার্গ সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিষিদ্ধ করেছে।

বলা হচ্ছে—এই ভ্যাকসিন নেওয়ার পর অনেকের দেহে রক্তজমাট বেঁধে যাচ্ছে এবং এ নিয়ে ইউরোপজুড়ে একরকমের ভয় ছড়িয়ে পড়েছে। তবে এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যায়নি যে, এই ভ্যাকসিন গ্রহণের কারণেই এসব সমস্যা দেখা দিচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!