আমিরাত সফরে বাংলাদেশের সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

Travelion – Mobile

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো ২০২২১ অবলোকন করবেন।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!