আমিরাত শুরু করেছে পারমাণবিক চুল্লির পরীক্ষা

পারমাণবিক চুল্লির পরীক্ষা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বারাকাহ পারমাণবিক শক্তি প্লান্টে এই পরীক্ষা চলছে বলে মঙ্গলবার (২৩ মার্চ) জানিয়েছে আমিরাতি নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন (ইএনইসি)।

এক টুইট বার্তায় ইএনইসি জানায়, ইতিমধ্যে প্লান্টে তেল সরবরাহ সম্পন্ন হয়ে গেছে। দ্বিতীয় ইউনিটে সফলভাবে ও নিরাপদে তেল সরবরাহ সম্পন্ন করা হয়েছে। এ কাজে নিয়োজিত দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পারমাণবিক চুল্লি চালু করার প্রেক্ষিতে শক্তি প্লান্টের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, টুইটে উল্লেখ করা হয়েছে।

Travelion – Mobile

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বারাকাহ পারমাণবিক শক্তি প্লান্টের অবস্থান রাজধানী আবুধাবির আল-ধাপরায়। এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে প্রথম।

শক্তির উৎস বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে তেল সমৃদ্ধ আরব আমিরাত পারমাণবিক শক্তি প্লান্টটি প্রতিষ্ঠা করেছে। ২০১২ সালে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!