আমিরাতে ১০ মিনিটে শেষ করতে হবে জুমার নামাজ!

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের জুমার নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আমিরাতে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস দেশটির ইমামদের জুমার নামাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

জুমার নামাজের সময় পবিত্র কুরআনের মাত্র দুটি আয়াত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমাদের। এছাড়াও বলা হয়েছে, নামাজে ১০ মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়।

Travelion – Mobile

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এই পদক্ষেপগুলো ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।

করোনাভাইরাসের অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে আগামী ৮ তারিখ থেকে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান এক মাসের বন্ধ ঘোষণা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!