আমিরাতে ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের নতুন কমিটি

সংযুক্ত আরব আমিরাতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের ২০২৩-২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার আলম পাভেলকে সভাপতি ও শিকদার শাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৬৮ জন নির্বাহী সদস্য এবং ১৫ ক্ষুদে শিল্পীর সমন্বয়ে গঠন করা হয় নতুন কমিটি।

শনিবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়। এর আগে সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা ও নির্বাচনের ভিত্তিতে ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

Travelion – Mobile

কমিটির অন্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন কাজী জাবিনা আফরোজা শ্বেতা, ইঞ্জিনিয়ার বুশরা আনোয়ার, প্রবীন শিল্পী জসিম উদ্দিন পলাশ ও যন্ত্রশিল্পী অজিত কুমার রায়। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান রোমান, ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক নওজীন ইসলাম স্বর্না ও ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বঙ্গ শিমুল।

নতুন কমিটির ৪ সদস্যের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন- শেখ ফরিদ আহমেদ, আব্দুল আলিম, ইসমাইল গনি চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরী।

আমিরাতের বুকে বাংলা ভাষা ও সংস্কৃতির সুষ্ঠু বিকাশে নতুন কমিটি প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে আরো উদ্যমে কাজ করবে বলে নবনির্বাচিত সভাপতি আহমেদ ইখতিয়ার আলম পাভেল প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!