আমিরাতের জাতীয় দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ৷

২ ডিসেম্বরে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় উৎসবের আয়োজন করে বন্ধন নামের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিনব্যাপী বন্ধনের আয়োজনে চার শতাধিক প্রবাসী বিশাল গাড়ি বহর নিয়ে পর্যটন এলাকা মাদামের ফার্ম হাউজে পৌঁছে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করেন।

Travelion – Mobile

আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য দুই দেশের পতাকা হাতে নিয়ে র‍্যালি, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন, সেখানেই রান্না করে খাবার পরিবেশন ইত্যাদি।

আমিরাতের জাতীয় দিবস উদযাপনে  প্রবাসী বাংলাদেশিরা
আমিরাতের জাতীয় দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশিরা

এদিকে আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে এ দেশটিতে বিভিন্ন পার্ক, সিনেমা হল, পর্যটনকেন্দ্র এবং বিনোদনকেন্দ্রগুলোতে ব্যাপক লোকসমাগম দেখা গেছে। ট্রাফিক আইনের শীতলতা এনেছে।

কয়েকশ’ বন্দিকে সাধারণ ক্ষমা দিয়ে মুক্ত করে দেয়া হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

দেশটিতে অবস্থানরত বিভিন্ন কমিউনিটির লোকজন ভিন্ন ভিন্ন আরেকজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে জাতীয় দিবসের সব আয়োজনকে মনোমুগ্ধ করে তুলেছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!