আমিরাতের আকাশে শক্তি প্রদর্শন করবে ভারতের সুখোই

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এবার শক্তি প্রদর্শন করবে ভারতীয় বিমানবাহিনীর অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছেন, ‘ডেজার্ট ফ্ল্যাগ’ নামে ওই মহড়ায় অংশ নিতে বুধবার অমিরাতে যাচ্ছে ভারতের বিমানবাহিনীর ছয়টি সুখোই -৩০ এমকেআই ও দু’টি সি-১৭ বিমান।

ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ ওই মহড়ায় অংশ হবে ১০টি দেশ। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির শাসনামলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত হয়েছে নয়াদিল্লির।

Travelion – Mobile

গত বছর ফ্রান্স থেকে ভারতে আসার সময় রাফালে যুদ্ধবিমানগুলোতে মাঝ আকাশে জ্বালানি ভরে দেয় আমিরাতের বিমানবাহিনীর ট্যাঙ্কার বিমান। ফলে দুই দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ক অনেকটা মজবুত হয়।

প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি সময়ে নৌ-মহড়ায় অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীল রণতরী ‘প্রলয়’।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রবাল ক্লাসের দ্বিতীয় রণতরী হচ্ছে প্রলয়। ২০০২ সালের ১৮ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয় রণতরীটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!