আটলান্টিক সিটির ৩ শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির তিন শতাধিক মানুষকে টার্কিসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে সিটি হলের সামনের উন্মুক্ত প্রাঙ্গণে খাদ্য সহায়তা কার্যক্রমের আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)।

“থ্যাংকস গিভিং ডে” উপলক্ষে আয়োজিত ‘খাদ্য সহায়তা’ কর্মসূচীর উদ্বোধন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল।

খাদ্য সহায়তা কার্যক্রমের আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)
খাদ্য সহায়তা কার্যক্রমের আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)

এসময় উপস্হিত ছিলেন সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল , সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্টজনেরা ।

Travelion – Mobile

বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্য কমিউনিটিগুলোর মানুষ খাদ্য সহায়তার কার্যক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!