আটলান্টিক সিটির বাংলাদেশিরা পেল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-ভিসা হালনাগাদসহ বিভিন্ন সেবা দিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা।

বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটির ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ (বিএএসজে) আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে সেবা দেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ভ্রাম্যমাণ ইউনিট।

প্রবাসী বাংলাদেশিদের এমআরপি  ইস্যু ওনবায়নসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
প্রবাসী বাংলাদেশিদের এমআরপি ইস্যু ওনবায়নসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

সেবা প্রদান করেন বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ইসরাত জাহান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, পারসোনাল অফিসার মো. আবদুল আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা রুমন চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, অফিস স্টাফ শফিকুল ইসলাম।

সহায়তা করেন, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড’র সভাপতি আব্দুর রফিকসহ সংগঠনের নেতারা।

সেবা প্রদানকারী বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে বিএএসজের নেতারা
সেবা প্রদানকারী বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে বিএএসজের নেতারা

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় সাড়ে তিনশতাধিক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান।

Travelion – Mobile

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজনের জন্য বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান কনস্যুলেট কর্মকর্তারা। বিএএসজের নেতারাও বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!