২১ দিনের আটকাদেশে কুয়েতের কারাগারে এমপি পাপুল

বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে কুয়েতের আদালত। তার বিরুদ্ধে অর্থ পাচার, মানব পাচার, ভিসা বাণিজ্য ও ঘুষের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৪ জুন) দেশটির অ্যাটর্নি জেনারেলের আদেশে তাকে ২১ দিনের বন্দি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে বলে আরব টাইমসের খবর বলা হয়েছে।

সূত্র জানিয়েছে, পাবলিক প্রসিকিউটর বাকি আসামিদের কারাদণ্ড অব্যাহত রাখার এবং একটি সংস্থার মালিককে ২ হাজার দিনার জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Travelion – Mobile

আগামী ৬ জুলাই এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের কথা রয়েছে। অপরাধ প্রমাণ হলে পাপুলের পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। পাপুলের বিরুদ্ধে অন্তত ১১ জন বাংলাদেশি সাক্ষ্য দিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!