ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালানো শুরু করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। আগামী ২০ অক্টোবর থেকে এই রুটে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও বৃহষ্পতিবার ফ্লাইট চালাবে বিশ্বের তারকা এই বিমানসংস্থাটি।
কভিড -১৯ মহামারি শুরুর পর গত মার্চ থেকে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সিঙ্গাপুর এয়ারলাইনস। তখন ঢাকা থেকে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করছিল। এর প্রায় ৭ মাস পর আবার ফ্লাইট চালু হচ্ছে।
জানতে চাইলে সিঙ্গাপুর এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট’র ম্যাস ট্রাভেলস ট্রাভেল সার্ভিসের এক কর্মকর্তা আকাশযাত্রাকে বলেন, আমরা আগামী ২০ অক্টোবর ঢাকা থেকে মঙ্গলবার এবং বৃহষ্পতিবার রাত ১১টা ৫৫মিনিটে উড়াল দিবে এবং সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতি মঙ্গলবার এবং বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টায় যাত্রা শুরু করবে।
সবগুলো ফ্লাইট সুপরিসর এয়ারবাস ’এ ৩৫০-৯০০’ উড়োজাহাজ দিয়ে চলবে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে ফ্লাইটও বাড়ানো হবে।
বর্তমান ঢাকা থেকে সিঙ্গাপুর সপ্তাহে একদিন বৃহষ্পতিবার সরাসরি ফ্লাইট চালাচ্ছে বাংলাদেশ বিমান। ৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস।