লেবাননে চিকিৎসারত অবস্থায় শাহনাজ বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বৈরুতের শহীদ রফিক হারিরি হাসপাতালে তার মত্যু হয় বলে জানা গেছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে আছে।
জানা যায়, হতদরিদ্র ও স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননী শাহনাজ বেগম পরিবারে স্বচ্ছলতা আনার আশায় ২০১৫ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসে।বৈধ ভিসায় আসলেও পরে একসময় অবৈধ হয়ে বাস করতেন লাইলাকি এলাকায়।
বিগত কয়েক মাস ধরে শাহনাজ পাকস্থলীর সমস্যায় ভুগছিল।বুধবার রাতে নিজ রুমে পেটে প্রচন্ড ব্যাথা শুরু হলে হলে প্রতিবেশী বাংলাদেশিরা তাকে স্থানীয় শহীদ রফিক হারিরি হাসপাতালে ভর্তি করে।চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
শাহনাজ বেগমের বাড়ি বাংলাদেশে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়।বাবার নাম নুরুল হক।
এদিকে শাহনাজের মৃত্যুতে বৈরুত দূতাবাসের শ্রম সচিব জানান, প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।