লেবাননে অবৈধে প্রবাসীদের স্বদেশ ফেরার নিবন্ধন আবার শুরু

লেবাননের বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরা বিশেষ কর্মসূচীর দ্বিতীয় ধাপের নাম নিবন্ধন শুরু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয় দ্বিতীয় ধাপের নিবন্ধনকরণ প্রক্রিয়া, চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিবন্ধনের প্রথম দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩ টার মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক প্রায় ৪৭৯ জন প্রবাসী মাত্র ১ বছরের জরিমানা ও এয়ার টিকেটের মূল্য পরিশোধ করে দূতাবাসে আবেদন ফরম জমা দেয়। যারা আবেদন ফরম জমা দিয়েছেন তারা সবাই দূতাবাসের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Travelion – Mobile

২৮ জানুয়ারি বৈরুতে দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে ২ হাজার ৫০০ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে আবেদন করে। তাদের মধ্যে ২ ফেব্রুয়ারি সিরিয়াল পাওয়া প্রবাসীরা সকাল থেকেই বৈরুত দূতাবাসে উপস্থিত হয়ে সুশৃংখলভাবে দূতাবাসে আবেদন ফরম জমা দেন।

বাকি আরো ২ হাজার জন প্রবাসীদের আবেদন ফরম ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া বলে দূতাবাস জানিয়েছে।

 লেবাননে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের নাম নিবন্ধন ও আবেন প্রক্রিয়ায় ব্যস্ত বাংলাদেশ দূতাবাসের সদস্যরা
লেবাননে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের নাম নিবন্ধন ও আবেন প্রক্রিয়ায় ব্যস্ত বাংলাদেশ দূতাবাসের সদস্যরা

লেবাননে দীর্ঘদিন অবৈধ আছেন এমন অনেক নারী পুরুষই অনলাইনে আবেদন করতে না পেরে হতাশা ব্যক্ত করেছেন।

Diamond-Cement-mobile

২য় ধাপে যারা অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছেন তাদের অধিকাংশই পুরুষ কর্মী। লেবাননে দেড় লাখ বাংলাদেশির মধ্যে বেশীরভাগই নারী কর্মী। অনলাইনে আবেদন করার সুযোগ না পেয়ে আজ অনেক নারী কর্মীই দূতাবাসের বাইরে ভিড় করেছিলেন।

তাদের কয়েকজন জানা, আমরা লেখাপড়া জানিনা বলে অনলাইনে আবেদনের প্রক্রিয়া জানতে জানতেই দূতাবাসের অনলাইনে আবেদন করা বন্ধ হয়ে যায়। ফলে আমরা আবেদন করতে পারি না। অথচ এমন সুযোগের অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরেই । এখন আমরা কি করবো, আমরা কি দেশে যাবার সুযোগ পাব না।’

তারা বৈরুত দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন যেন দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

লেবানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার জানিয়েছেন, যারা অনলাইনে আবেদন করতে পারেন নাই তাদের হতাশ হওয়ার কিছু নাই। আগামী জুন মাসে ৩য় ধাপে আরো একবার নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ১ম ধাপে ২ হাজার ৫০০ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুত দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন। দূতাবাসের তথ্যমতে দেশটিতে প্রায় ৪০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!