লন্ডন শহরে একা একা হেঁটে বেড়িয়েছেন ফারিণ

ভ্রমণ

‘আরও এক পৃথিবী’ নামে কলকাতার সিনেমায়শুটিংয়ে বাংলাদেশের ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিণ এখন যুক্তরাজ্যে। ১৯ মে থেকে, লন্ডন শহর, পূর্ব লন্ডন, পশ্চিম লন্ডনের ইলিং, হিথরোসহ বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে ছবিটির। ১১ জুন পর্যন্ত শুটিং হয়ে ছবির কাজ শেষ হবে।

টানা শুটিংয়ের মধ্যে ২৩ মে এক দিন শুটিং বন্ধ ছিল। ওই দিন দিন হেঁটে একা একা লন্ডন শহর ঘুরতে বের হয়েছিলেন ফারিণ। ব্রিটিশ মিউজিয়াম, অক্সফোর্ডসহ সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছেন তিনি। থিয়েটার হলে গিয়ে অপেরাও দেখেছেন।

বলেন, ‘প্রথম লন্ডনে এসেছি। শুটিংয়ের চাপে ঘোরার সময় নাই। একদিন ছুটি পেয়েছিলাম। পুরো দিন হেঁটে অনেক জায়গায় ঘুরেছি। আমার পা ব৵থা হয়ে গেছে।’

Travelion – Mobile
Diamond-Cement-mobile

জানালেন সময় করে হার মাজেস্টিজ থিয়েটার হলে প্যানথম অব দ্য অপেরা শোও দেখতে গিয়েছিলেন। বলেন, ‘দুর্দান্ত শো দেখলাম। অপেরা দেখার পর মনে হয়েছে, আমরা কী করি আর তাঁরা কী করেন। এত সুন্দর! দেখতে বসে মনে হচ্ছিল লাইভ সিনেমা দেখছি।’

‘আরও এক পৃথিবী ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক অতনু ঘোষ। ফারিণের সহশিল্পী আছেন কলকাতার কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা ও সাহেব চ্যাটার্জি।

ঠিকঠাকমতো শুটিং শেষ হলে আগামী ১২ বা ১৩ জুন দেশে ফেরার কথা আছে ফারিণের।

সূত্র : প্রথম আলো

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!