মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট শাখা সাময়িক বন্ধ

করোনার কারণে

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শুক্রবার (১ জানুয়ারি) থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির সরকারি বিধিনিষেধ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে প্রবাসীদের সেবা নিশ্চিত করা হবে। যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

Travelion – Mobile

১০ জানুয়ারির কাছাকাছি সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে জানানো হবে।

পূর্বের ঘোষণা অনুযায়ী ২ ও ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

মালয়েশিয়া করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১০ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৭১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৮ হাজার ৯৪১ জন। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!