পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ অভিবাসী বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনায় ৩ জন পর্তুগিজও আহত হয়েছে।
গতকাল শনিবার (৮ জুলাই) রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে দুর্ঘটনার শিকার হন তারা।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
সহকর্মী প্রবাসীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই বাংলাদেশি কর্মী শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১) মারা যান। স্থানীয় জিএনআর পুলিশ ও চিকিৎস এসে ২ জনকে মৃত ঘোষণা করে।
মুমূর্ষ অবস্থায় ১ জন পর্তুগিজ নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজ:ধানী লিসবনের পাঠানো হয়েছে। বাকি ২ পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নিহত শাহিনুর রহমানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড গ্রামে এবং ইব্রাহিম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।
তারা দুজনেই ওই শহরের পর্তুগিজ মালিকাধীন ওয়ার্কশপের কর্মী ছিলেন। মাত্র ৪ দিন আগে তারা নতুন এ প্রতিষ্ঠানে যোগ দেয়।
২ বাংলাদেশির মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতারা যোগাযোগ করছে।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ