দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি কিশোর তাকরিম

প্রায় ৭৭ লাখ টাকা পুরস্কার

২৬ তম দুবাই আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পিছনে পেলে প্রথম স্থান অর্জন করে ১৪ বছর বয়সী তাকরিম।

আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের তত্বাবধানে অনুষ্ঠিত ‘হলি কোরআন অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে তাকরিমকে আড়াই লাখ দিরহাম দেয়া হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ লাখ টাকা।

Travelion – Mobile

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে তার হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শাসক পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব৷

প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরিম গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী।
তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র।

এদিকে সালেহ আহমদ তাকরিমের বিজয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত। কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানে আসা এমদাদুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হাফেজ তাকরিম দুবাইয়ে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা সম্মান সমুন্নত রেখেছে৷’

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!