দুবাইয়ে বাংলাদেশি ট্রাভেল এজেন্সির উদ্বোধন

রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সহজভাবে দেশে যাতায়াতে টিকিট সেবা, ভ্রমণ ভিসা এবং পরিবারের সদস্যদের ভ্রমণসহ যাবতীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়াদি আল সাহিদ ট্রাভেল।

শনিবার (৬ আগস্ট) দুবাইয়ে সাতুয়া বড় মসজিদের পাশে আল তায়ের ভবনে ট্রাভেল এজেন্সিটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সত্ত্বাধিকারী মুহাম্মদ সাহিদুর রহমান, মুজিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, ব্যবসায়ী রেজাউল করিম, লোকমান, ফয়সাল রফিক পিনু, হাবিবুর রহমান, হাছান রাসেল প্রমুখ।

Diamond-Cement-mobile

অনুষ্ঠানে সত্ত্বাধিকারী মুহাম্মদ সাহিদুর রহমান বলেন, বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য।

Travelion – Mobile

“প্রবাসীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বর্তমান সময়ে যেভাবে সাধারণ প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছেন, তা থেকে মুক্তি দেওয়ার চেষ্টাই আমাদের প্রথম কাজ”৷

“এ ছাড়াও বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান আমিরাত বাংলাদেশি পর্যটকদের সহজে টুরিস্ট ভিসার সুযোগ করে দিতে আমরা প্রস্তুত”, তিনি বলেন ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!