চীনে শ্রদ্ধা-ভালাবাসায় জাতীয় শোক দিবস পালন

বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক পালন করেছে আওয়ামী লীগের চীন শাখার নেতাকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দোয়া মাহফিল, কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের চীন শাখার সাধারণ সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরীর সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনি বেপারী।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. শামীম শেখ, মো. আতিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ, ডা. শাফিয়া তানান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. শাহেদুল আলম, মো. গিয়াস উদ্দিন, সৈকত বিশ্বাস ঋষি, মো. জাকির হোসেন, রিসাডসহ অন্যান্য নেতারা।

নেতাকর্মীরা চীনের গুয়াংজোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!