কুয়েত : বাংলাদেশিকে মারধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

কুয়েতে গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন নামে একজন প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত।

কুয়েতের আপিল আদালতের কাউন্সেলর নাসর সালেম আল-হেইদের নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে।

এর আগে মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এমন আঘাত করেন যে, ভিকটিম স্থায়ী সক্ষমতা হারায় এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচলাবস্থায় পতিত হন, যে কারণে আসামীকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল ফৌজদারি আদালত।

সূত্র জানায়, আসামীর খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করিলে, উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!