মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নির্মাণ সাইটে দুঘর্টনায় অকালে প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশি কর্মী।
বুধবার (২৬ মে) সকাল লুসাইল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের উপর থেকে একটি লোহার পাইপ মাথায় পড়ে মো. আরিফুল ইসলাম নামে ওই বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুর আলমের সন্তান।
তার মৃত্যুতে তার কর্মস্থলে সহকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে প্রেরণ ও উপযুক্ত ক্ষতিপূরণ পেতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।