ওমানে ৪৩৩ জন বন্দীকে মুক্তি দিলেন সুলতান মীর মাহফুজ আনাম (মাস্কাট) ওমান ২৯ জুলাই ২০২০ ৪:২১ পূর্বাহ্ন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক শেয়ার ওমানে বিভিন্ন মামলায় দণ্ডিত ৪৩৩ জন বন্দীতে মুক্তির ঘোষণা দিয়েছেন দেশটির শাসক সুলতান হাইথেম বিন তারেক। পবিত্র ইদুল আযহা উপলক্ষে রয়্যাল ডিগ্রী জারির মাধ্যমে তাদের ক্ষমা করেন সুলতান। ক্ষমা পাওয়া বন্দিদের মধ্যে ২১৭ জন প্রবাসী রয়েছেন। ওমান শেয়ার FacebookWhatsAppFacebook MessengerViberTwitterPinterestইমেইলপ্রিন্ট