ভেনিসের সিটি কর্পোরেশন নির্বাচনের দুই বাংলাদেশি প্রার্থী

ইতালির ভেনিসে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভেনিসে বসবাসরত ইতালির নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের মতবিনিময় ও দুই প্রার্থীর পরিচিতি সভাঅনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ পি ডি পার্টির পক্ষে ভেনিসের মেস্ত্রে ও মারঘেরা মিউনিসিপালিতা কাউন্সিলর প্রার্থী হিসেবে তরুন প্রজন্মের প্রতিনিধি আফাই আলী ও কাজী বিপ্লবকে পরিচয় করিয়ে দেন।

সৈয়দ কামরুল সারোয়ারের সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এমডি আক্তার উদ্দিন, আব্দুল বারী, নুর আলি পাঠান জিল্লু, আব্দুল নাসির, মোহাম্মদ আলী, আবু তাহের ঢালী, মনোয়ার ক্লার্ক, রঞ্জু মিয়াসহ আরও অনেকেই।

Travelion – Mobile

এই নির্বাচনের মাধ্যমে নতুন প্রজন্মের পথ চলা শুরু বলে উল্লেখ করে কমিউনিটি নেতারা আগামী ২১ শে সেপ্টেম্বর সিটি করপোরেশন নির্বাচনে দুই প্রার্থী কাজী বিপ্লব ও আফাই আলীকে নির্বাচিত করে বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য কাজ করার সুযোগ করে দিতে ভোটারদের প্রতি আহবান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!