ওমানে মসজিদ খোলার খবর অস্বীকার করেছে সরকার

ওমানে একটি নির্দিষ্ট তারিখে মসজিদ খোলার বিষয়ে প্রচারিত খবর অস্বীকার করেছে দেশটির সরকার।

শনিবার সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি) দেশে মসজিদ পুনরায় চালু করার খবর গুজব বলে জানিয়ে বিিবৃতি দিয়েছে।

Diamond-Cement-mobile

অনলাইনে জারি করা এক বিবৃতিতে জিসি বলেছে,”উল্লিখিত তারিখে সুলতানাতে মসজিদ খোলার বিষয়ে প্রচারিত খবরের সত্যতা নেই এবং আমরা প্রত্যেককে এর সরকারী উত্স থেকে তথ্য গ্রহণ করার এবং গুজব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

Travelion – Mobile

গত মাসে, অনুদান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে যে, সতর্কতামূলক পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে মসজিদ এবং উপাসনালয়গুলি খোলার বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে, স্থানীয় সূচক জারি করার উপর নির্ভর করে সুপ্রিম কমিটির নির্দেশক্রমে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!