ওমানে প্রবেশ করতে পারবেন না নতুন ভিসাধারীরা

যারা নতুন ভিসা পেয়েছেন তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমানে প্রবেশ করতে পারবেন না। যাদের বৈধ আবাসিক (আকামা) কার্ড রয়েছে কেবল তারাই প্রবেশ বা ফিরতে পারবেন।

রয়েল ওমান পুলিশ (আরওপি) ওমান অবজারভারকে বলেছেন যে, সুলতানাতে বাসিন্দাদের প্রবেশ কেবলমাত্র তাদের কাছে সীমাবদ্ধ রয়েছে যাদের বৈধ আবাসিক কার্ড রয়েছে।

আগের খবর : ওমানে মসজিদ খোলার খবর অস্বীকার করেছে সরকার

Travelion – Mobile

আরওপি-র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “সুপ্রিম কমিটির নির্দেশনার ভিত্তিতে সুলতানিতে প্রবেশ কেবলমাত্র এমন বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ যারা বৈধ আবাসিক কার্ড রয়েছে।”
এই কর্মকর্তা আরও বলেছেন যে এই নিয়ম প্রবাসীদের দেশে যে কোনও কাজ করার ক্ষেত্রেও প্রযোজ্য, যদি তাদের আকামা বৈধ থাকে।

কর্মকর্তা আরও বলেন, “জনগণকে মহামারি থেকে রক্ষা করার জনস্বার্থ বিবেচনায় নতুন ভিসাধারীদের প্রবেশ অনুমতি সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!