এইচএসসিতে আমিরাতের বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুইটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলে আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে ৯০.৬ শতাংশ ও রাস আল খাইমার ইংলিশ স্কুলে ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

রবিবার (২৬ নভেম্বর দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারে বাটন চেপে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারেন।

Diamond-Cement-mobile

আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আক্তার জানান, এবারের এইচএসসি পরীক্ষায় আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়, তারা মধ্যে ২৯ জন পাস করেছে। এর মধ্যে ‘জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

Travelion – Mobile

উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহর বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে মোট ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছেন। জিপিএ-৫ কোনো শিক্ষার্থী পায়নি।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!