উড়ন্ত গাড়ি বাজারে আসছে!

শহুরে জীবনের গতি বাড়াতে বাজারে আসছে ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি। তবে এখনই নয়, ২০২৪ সালে এ গাড়ি মার্কেটে ছাড়বে যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ারক্রাফট ডিজাইন ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্চার। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জেডডিনেট।

খবরে বলা হয়েছে, যাত্রীসহ ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার গতিতে চলবে এই উড়ন্ত গাড়ি। আকাশে ওঠানামার ক্ষেত্রে কোনো রানওয়ে বা ট্যাক্সিইং লাগবে না। খাড়াভাবে নিজ বাসার ছাদ থেকেই বাতাসে গাড়ি ভাসাতে পারবেন গ্রাহক।

আর্চার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এ গাড়ি বাজারজাত করা হবে। এ নিয়ে শহর কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে চুক্তিও করে ফেলেছে তারা। আর্চারের এই উড়ন্ত গাড়ি চলবে বৈদ্যুতিক চার্জে। একবার চার্জ দিলে যাওয়া যাবে ৬০ কিলোমিটার।

Travelion – Mobile

কয়েক বছর আগেও সায়েন্স ফিকশন মুভিতে প্রথম দেখা উড়ন্ত গাড়ি এতো দ্রুত বাস্তবে রূপ নেবে সেটি অনেকেই কল্পনা করতে পারেন না। ২০৪০ সাল নাগাদ যুতসই এয়ার মোবিলিটির বাজার হবে দেড় ট্রিলিয়ন ডলার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!